মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

স্পর্শ



কপালে লেগে আছে আদরের দাগ
তুমি স্পর্শ করেছ দুরন্ত উত্তাপে, দুর্নিবার
তুমি স্পর্শ করলে তীরের ফলায়
তাক্ করে রাখি জন্মশত্রু

তুমি স্পর্শ করলে সূর্যোদয় হয় হিজল-আড়ালে
শিশিরে ভিজে যায় হাতছানির হাত
তুমি স্পর্শ করলে অহল্যা পাষাণমুক্ত হয়
জলস্রোতে ভেসে যায় গহীন অভিমান

সর্বনাশী ঝড় এলে তুমি সামলাও দু-হাতে
হাতে হাত রাখো কাঁধে কাঁধ বুকে বুক,
তুমি স্পর্শ করলে ক্ষুধার্ত মানুষ ভরপেট হয়
প্রবঞ্চকের বুক চিরে তুমিই আনো অমৃতকুম্ভ

মাতাল হাওয়ায় যক্ষ-যক্ষিণী যখন নিবেদন করে প্রেম
মনের ভিতর হাজার স্বপ্ন-মিছিল সেজে ওঠে,
তুমি স্পর্শ করলে পৃথিবীতে আর মানুষ থাকে না
ঈশ্বর জন্ম নেয় ঘরে ঘরে
 

কোন মন্তব্য নেই: