বিষ পান করেছি
বিষ পান করেছি আমিও।
আমি জানি না
আর
ক-টা খুনীবর্ষ উদযাপন হলে
শিস দেবে মেঘমালা -- আমার জন্য।
এ
পৃথিবী আমার
আমার এ পৃথিবী বড়ো বিপন্ন আজ
মানুষ হয়েছে পিঁপড়ের মতো মূল্যহীন
মানুষ কাঁদছে
মানুষের জীবন জুড়ে বারুদের আতঙ্ক।
শিরায় শিরায় রক্ত
রক্তে মিশে যাচ্ছে বিষ
বিষের জ্বালায় মানুষ কাঁদছে নিরন্তর
নীলকণ্ঠ হয়ে ওঠার প্রস্তুতি।
দেশভক্তির সব দায় বাইশ গজের ঘাড়ে
বাকি সময় ধান্দাবাজির মহড়া।
বন্ধু আমেরিকা-চিন, পরমাণু
পরমান্ন নয় –
সিভিল মানুষ বিষে নীল হলে
রক্তের ভিতর মৃত্যু নাচবে তোমারও…..
তা
থই তা
থই
দ্রিদিম দ্রিদিম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন