একদা এক মুখচোরা বালক আজ বলে, সবাই শোনে। কেউ মুখে রা কাটতে পারে না। পল্লব শিক্ষক হতে চায়নি কোনোদিন। শ্রোতারা কেউ ছাত্র নয়, ছাত্রীও নয়। পল্লব ভারী ভারী কথা বলে, সকলে বিমুগ্ধ শ্রোতা।
একদা ক্লাসের পড়ার বই ভাঙারি-কাকুর কাছে বিক্রি করে যে ছেলেটি চানাচুর খেত, তার পড়ার ঘর এখন হাজার হাজার মূল্যবান বইয়ের অমূল্য সংগ্রহ।বুকসেল্ফ বইয়ে ঠাসা। কেউ বইয়ের অনিষ্ট করলে দক্ষযজ্ঞ বেঁধে যায়।
একদা বোনের বান্ধবীরা বাড়িতে এলে পল্লব ঘর থেকে বের হত না। আড়াল নিত। এখন পল্লবের ফ্রেন্ডলিস্টে শুধুই নারীদের মিছিল। এবং যথেচ্ছ নারীসঙ্গ।
একদা যে যুবকটি একটা ব্যক্তিগত চিঠি লিখতে পারত না, চার লাইন সুগঠিত বাক্য লিখতে পারত না – সেই পল্লব সেনগুপ্ত প্রখ্যাত ঔপন্যাসিক।
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।পল্লব মানুষ হতে পেরেছে !
1 টি মন্তব্য:
The Casino Hotel in Biloxi, Mississippi - Jtmhub
JTG Marriott 원주 출장안마 Hotel & Casino Biloxi offers its 춘천 출장마사지 guests a convenient, easy to drive, and enjoyable vacation. 포항 출장샵 Click to see what your 충청남도 출장샵 guests 전라남도 출장안마 think.
একটি মন্তব্য পোস্ট করুন