মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

অণুকবিতা : ১৬



শিস দিয়ে যে হলদে পাখিটা উড়ে গেল
তার কাছ থেকে চেয়ে নিলাম অব্যর্থ উড়ান-ডানা
ঘাসের শয্যায় যে পেতেছে হিরন্ময়ী সত্তা
তার কাছ থেকে কি পেলাম সেটাই যে অজ্ঞাত।

কোন মন্তব্য নেই: