মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

অণুকবিতা : ৮



কান্নাজলে ভাসিয়ে দিলে
নদীর মতো পুষ্করিণী,
মহাবিষাদ জীবন শানায়
তুমি এলে ভিখারিনি

কোন মন্তব্য নেই: