মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

অণুকবিতা : ৫



সব প্রশ্নের উত্তর হয় না,
সব প্রেমের পরিণতি হয় না,
সব মেঘে বৃষ্টি হয় না -- তথাপি
আমার ভ্রান্তিবিলাস,  
তোমার ভ্রান্তিবিলাস

কোন মন্তব্য নেই: