যার বুকে রোপিত হয়েছে দাউদাউ অগ্নিশিখা
সে পারেনি কাঁদতে, কান্না ছড়ায়নি সে বায়ুকণায়--
হয়তো কেঁদেছিল একদা, এখন ধূ ধূ মরুভূমি।
যে পান করেছে হেমলক, কর্কশ হেমলক
তার জন্য বরাদ্দ শীতরক্ত, শীতার্ত সময়—
ব্যস্ত ঈগলেরা শান দেয় নখরে, নখায়ুধ যে !
যে পুরুষ হয়েছে ঈশ্বর, হাতে রেখেছে চাবুক
সে আজ ভিখিরির মতো নতজানু, নুয়ে থাকে শাল্মলী যেমন—
বীরভোগ্যা বসুন্ধরায় কত বীর পূজিত হয় এইভাবে।
গোলামির প্রসাধন মুছে ফেলেছ যদি, তবে এই নাও রাজ্যভার
উলঙ্গ হবার ভয় নেই তোমার, তুমি তো উলঙ্গই –
আমাদের উলঙ্গ রাজা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন