মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

অণুকবিতা : ১০



একটা একটা করে যতিচিহ্ন পেরিয়ে
হারিয়ে যাই জনারণ্যে,
অন্তহীন অপেক্ষা আর নয়
তুখোড় শরীরে এটাই আমার সংকল্প

কোন মন্তব্য নেই: