মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

অণুকবিতা : ৬



যেজন ছুঁয়েছে বক্ষদেশ তোমার
পতন হয়েছে তাঁর কাল রাতে,
তোমার শরীরে যে রেখেছে শরীর
সে মরেছে অস্থির যাতনাতে |

কোন মন্তব্য নেই: