উচ্ছিষ্ট-ভরা ভ্যানগুলি দ্রুত ভ্যাটের ভিতর ঢুকে গেল। তাই দেখে ফড়িং, কালি, লালি, ভোলা, বিরজুদের কী লাফালাফি -- কী নাচানাচি। ভ্যানগুলি উলটিয়ে যখন উচ্ছিষ্ট সব মাটিতে নামানো হচ্ছিল, ঠিক সেই সময়ে কর্পোরেশনের জনা দশেক লোক ভ্যাটের দিকে এগিয়ে এল। ফড়িং, কালি,
লালি, ভোলা, বিরজুরা যে যেদিকে পারল ছুট লাগাতে চাইল। কিন্তু অসম্ভব ! দক্ষ সাঁড়াশির ফাঁসে লটকে গেল গলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন